ভিভো মোবাইল ফোনের দাম ২০২৩ - Vivo X80 5G এর দাম বিস্তারিত

আসসালামু আলাইকুম, প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলের মাধ্যমে ভিভো মোবাইল ফোনের দাম ২০২৩ ও  Vivo X80 5G এর দাম বিস্তারিত নিয়ে আলোচনা করব। বর্তমানে সারা বিশ্বজুড়ে ঝড় তুলেছে এই ভিভো স্মার্টফোনটি সারা বিশ্বজুড়ে ঝড় তুলেছে কারণ স্মার্টফোনটির কনফিগারেশন এতই ভালো যেমন ক্যামেরা, প্রসেসর, ব্যাটারী ইত্যাদি এবং আরো আলোচনা করতে যাচ্ছি ভিভো মোবাইল ফোনের দাম ২০২৩ ও  Vivo X80 5G এর দাম বিস্তারিত জানুন।
চলুন দেরি না করে জেনে নেই যে ভিভো মোবাইল ফোনের দাম ২০২৩ ও  Vivo X80 5G এর দাম বিস্তারিত সম্পর্কে। যাদের ভিভো মোবাইল ফোনের দাম সম্পর্কে কোন ধারণা নেই আজকের এই আর্টিকেলটা শুধু তাদের জন্য।

সূচিপত্র

ভূমিকা

পুরো পৃথিবীতে এমন কেউ নাই যার হাতে এখন একটি ফোন নাই। বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত এখন একটি ফোন ব্যবহার করে কিছু মানুষ বাটন ফোন ইউজ করে এবং কিছু মানুষ স্মার্টফোন ।তবে ফোন সম্পর্কে ধারণা অবশ্যই আমাদের আছে যাদের নাই আজকের পোস্টটার মাধ্যমে ‘ইনশাআল্লাহ, ধারণা পেয়ে যাবেন।

Vivo X80 5G এর স্পেসিফিকেশন

বর্তমানে আমাদের দেশে ভিভো ফোনের ব্যবহার অনেক শুধু ক্যামেরার জন্য মানুষ ব্যবহার করে থাকে তবে এখন বর্তমানের ফোন গুলোর মধ্যে Vivo X80 5G এই ফোনটি বিপুল জনপ্রিয়। এটি অফিসিয়াল ফোন এর ফোনের রিলিজ ডেট ১ সেপ্টেম্বর ২০২২ ফোনের দুইটি রং বা কালার পাওয়া যায়। একটি কালার আরবান নীল আরেকটি কালার কসমিক ব্ল্যাক। তাহলে আমরা আপনাদেরকে জানাইতে পারি যে ভিভো মোবাইল ফোনের দাম ২০২৩ - Vivo X80 5G এর দাম বিস্তারিত।

আরো পড়ুনঃ  Oukitel WP21 মোবাইল রিভিউ সম্পর্কে বিস্তারিত জেনে নিন ২০২৩

Vivo X80 5G এই ফোনের ধুলোবালি প্রতিরোধ ও পানি প্রতিরোধ ক্ষমতা রয়েছে। এই এই ব্র্যান্ডের ফোনটির একটি ভেরিয়েন্স পাওয়া যায় তা হলো ৩ জিবি র‌্যাম ৩২ জিবি রোম।আমাদের দেশে Vivo X80 5G ফোনটির মূল্য ৭৬,৯৯০ টাকা। Vivo X80 5G এই ফোনটির চার্জার হচ্ছে ফাস্ট চার্জার ব্যাটারি এম্পিয়ার ৪,৫০০mAh। Vivo X80 5G এই ফোনটিতে এন্ড্রয়েড ওএস 12 অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং এ ফোনটিতে মিডিয়াটেক MT ৯,০০০ হেলিও P৩৫ টিপসের ব্যবহার করা হয়েছে। 

Vivo X80 5G এর পরিমাপ

অ্যান্ড্রয়েড বা এ স্মার্টফোনটির সাইডে ৮.৩০ mm দৈর্ঘ্য ১৬৪.৯৯ mm এবং প্রস্থ ৭৫.২৩ mm। এই এন্ড্রয়েডট ফোনটির ওজন ১৮৬ গ্রাম। এই ফোনটির সাথে সাথে দুইটি সিম ব্যবহার করতে পারব এবং মেমোরি চেম্বার ও আছে যা আমরা ব্যবহার করতে পারব।

Vivo X80 5G এর ডিসপ্লে

এন্ড্রয়েড ফোনটিতে ডিসপ্লে হিসাবে যা ব্যবহার করা হয়েছে IPS LCD ক্যাপাসিটি টাচস্ক্রিন ব্যবহার করা হয়েছে ১৬M কালার সাপোর্টের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এবং এর সাইজ হলো ৬.৭৮ ইঞ্চি। এ ফোনের ডিসপ্লেটির ৪০০ পিটিআই এবং এর রেজুলেশন ৭২০ * ১৬০০ এবং ফোর কে সাপোর্টেড  পিক্সেল এইচডি প্লাস ডিসপ্লে।

Vivo X80 5G এর পারফরম্যান্স

ফোন টিতে এন্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এতে নিজস্ব ফান্টাস ১১ ব্যবহার রয়েছে। ফোনটির চিপসেট হিসেবে মিডিয়াটেক এমটি ডাইমনসিটি ৯০০০ হেলিও পি৩৫ রয়েছে। এবং এর সাথে আরো রয়েছে সিপিইউ হিসেবে অকটা-কোর এবং জিপিও হিসেবে পাওয়ার ভিআর।

Vivo X80 5G এর র‌্যাম এবং রোম

র‌্যাম এবং রোম বলতে বোঝা যায় এই ফোনটিতে রিয়েলমি কোম্পানির একটি ভালো মানের ভেরিয়েন্ট ব্যবহার করা হয়েছে যা আমরা জানি ১২ জিবি র‌্যাম ২৫৬ জিবি রোম।

Vivo X80 5G এর ক্যামেরা

আমাদের দেশে এখন বিভিন্ন ধরনের ফোন রয়েছে যার ফোনের ক্যামেরা ভিন্ন ভিন্ন হয় যেমন ফোনের দাম তেমন ফোনের ক্যামেরা অনেক সময় ফোনের দাম কম হলেও ফোনের ক্যামেরা ভাল হয় তার মধ্যে ভিভো সেরা। এ ফোনের পেছনে ক্যামেরা সেটআপ রয়েছে যার মেইন ক্যামেরা আর এমপি এপাচার এবং এর সাথে আরও সংযুক্ত রয়েছে যে ক্যামেরা তার মাধ্যমে আপনি অনেক সুন্দর মানের ছবি তুলতে পারবেন এবং সর্বোচ্চ ১০৮০ পি রেকর্ড করতে পারবেন। Vivo X80 5G ফোনটির ফন্ট ক্যামেরা ৩২ মেগাপিক্সেল এবং ব্যাক ক্যামেরা ৫০ + ১২ + ১২ মেগাপিক্সেল। 

আরো পড়ুনঃ ওয়ান প্লাস নর্ড সি ই ৫জি রিভিউ বিস্তারিত জানুন ২০২৩

  • ফিচারস - ২.৪৫ 
  • ফ্রন্ট ক্যামেরা রেজোলেশন - 32 মেগাপিক্সেল
  • ভিডিও রেকর্ডিং - খুবই ভালো
  • ব্যাক ক্যামেরা রেজোলেশন - ৫০ + ১২ + ১২ মেগাপিক্সেল
  • ফিচারস - ১.৭৫ + ১.৯৮ + ২.০
ক্যামেরা মোড - পোর্ট্রেট, নাইট, ফটো, ভিডিও, প্যানোরামা, ডাবল এক্সপোজার, ডুয়েল ভিডিও অডিও ইত্যাদি।

Vivo X80 5G এর সংযোগ

  • আপনি এই অ্যান্ড্রয়েড ফোনটি তে ওয়াইফাই ৮০২.১১ এ,বি,জি,এম,এসি, ডুয়েল-ব্যান্ড, হটস্পট পেয়ে থাকবেন।
  • ব্লুটুথ - ৫.৩
  • জিপিএস
  • ইউএসবি - ২.০
  • ওটিজি - আছে
  • রেডিও - এফএম
  • এনএফসি - সমর্থিত

Vivo X80 5G এর ব্যাটারি

বর্তমানে আমাদের দেশের প্রযুক্তির অবগতিতে প্রায় সকল স্মার্টফোনেই দেখা যায় নন রিমুভার লিথিয়াম পলিমার ব্যাটারি ৪,৫০০ mAh এবং ব্যাটারিটি ফোনের সাথে অ্যাটাচ। ফোনের সাথে 35W  ওয়ার্ডের ফাস্ট চার্জার দেওয়া আছে।

Vivo X80 5G ফোনটির সেন্সর

অ্যাক্সিলোমিটার সমর্থিত, পরিবেশটনকারী কালো সেন্সর সমর্থিত, ক্লোজিং সেন্সর সমর্থিত ইত্যাদি আরো কালো টেম্পারেচার সেন্সরের সহ Vivo X80 5G এই ফোনটিতে আরও বিভিন্ন ধরনের পিকচার বা সেন্সর ব্যবহার করা হয়েছে যা স্বাভাবিক ফোনের চেয়ে অনেক ভালো।
  • অ্যাক্সিলোমিটার - আছে
  • পরিবেশটনকারি - আছে
  • ক্লোজিং সেন্সর - আছে
  • ই-কম্পাস - আছে
  • কালার টেম্পারেচার সেন্সর - আছে
  • মোটর - আছে
  • ইনফারেট ব্লাস্টার - আছে 
  • লেজার ফোকাসিং - আছে
  • জাইরোক্সোপ - আছে

Vivo X80 5G ফন্টের মিডিয়া

Vivo X80 5G এর অডিও ও ভিডিও প্লেব্যাক খুবই অসাধারণ। অডিও এবং mp4 ভিডিও রেকর্ডিং করতে পারা যায় খুব সহজে এই ফোনটির মাধ্যমে।
  •  অডিও প্লেব্যাক - ওয়েব, mp3, mp2, ফ্লেক
  •  অডিও রেকর্ডিং - mp4 , থ্রি জিপি, টি এস, এম কে ভি, এস এল ভি
  •  ভিডিও প্লেব্যাক - mp4
  • ভিডিও রেকর্ডিং -সম্পর্কিত

আরো পড়ুনঃ শাওমি মোবাইলের মডেল - শাওমি মোবাইলের দাম ২০২৩

Vivo X80 5G ফোনটির সিকিউরিটি
Vivo X80 5G এর সিকিউরিটির ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে, পিন লক, প্যাটার্ন লক, পাসওয়ার্ড লক এবং ফেসলক ফোনটির মধ্যে আছে।

Vivo X80 5G ফোনটির বক্সে যা পাবেন

অন্যান্য ফোনের বক্সের চেয়ে এ বক্সে কিছু বেশি পাবেন যেমন কুইক স্টার্ট গাইড, টাইপ সি থেকে ইউএসবি ক্যাবল, চার্জার, ইজেক্ট, টুল ফোন কেস ইত্যাদি।
  • চার্জার
  • ইজেক্ট
  • টোল ফোন কেস
  • প্রত্যেকটিভ ফিল্ম
  • ওয়ারেন্টি কার্ড
  • হেডসেট
  • কুইক স্টার্ট গাইড

শেষ কথা

আশা করি আজকের এই আর্টিকেলের মাধ্যমে ভিভো মোবাইল ফোনের দাম ২০২৩ - Vivo X80 5G এর দাম বিস্তারিত আলোচনা সম্পর্কে জেনেছেন। যদি আমাদের এই আর্টিকেলটা ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেন এবং ওদের কেউ জানার সুযোগ করে দেন যে ভিভো মোবাইল ফোনের দাম ২০২৩ - Vivo X80 5G এর দাম বিস্তারিত।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url